নামজারী” কাকে বলে?ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।“জমা খারিজ”কাকে বলে?যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান ...
ভূমি রেজিষ্ট্রেশন তথ্য ভূমি রেজিষ্ট্রেশন. ... জালদলিল ও মিথ্যা স্বাক্ষী দ্বারা সমর্থিত মিথ্যা দাবির উপর প্রতিষ্ঠিত এরূপ সম্পত্তি বিষয়ক মামলা প্রতিরোধ করবার অভিপ্রায়েই এই আইনের সৃষ্টি হয়েছে। রেজিষ্ট্রীকরণের ... রেজিষ্ট্রেশন কার্য পরিচালনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি রেজিষ্ট্রেশন পরিদফতর রয়েছে।
কিন্তু ভূমি নামক এই সম্পদ রক্ষায় প্রতিটি ক্ষেত্রে ভূমি মালিকদের অসহায়ত্ব ফুটে উঠে। প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা ও পরিবেশ সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভূক্ত থাকলেও সবচেয়ে জীবনধর্মী ভূমি বিষয়ক সাধারণ জ্ঞানের তথ্য পাঠপুস্তকে পাওয়া যায় না। তাই দেশের বেশির ...