Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

০৮ নং বাগাদী ইউনিয়নের 2020 ইং সালের মাসিক সভার সিদ্ধান্ত সমূহঃ

ক্রঃনং

আলোচ্য বিষয়

স্বিদ্ধান্ত সমূহ।

জানুয়ারী/2020

01। বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতা বিভাজন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মেক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, যেহেতু বয়স্ক – ২৯জন, বিধবা- ১৪জন,প্রতিবন্ধী -৩৯ জন, বরাদ্দ পাওয়া গেছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই ওর্য়াড ভিত্তিক যাচাই করে পাওয়ার উপযোগি হতদরিদ্র ব্যাক্তিকে অগ্রাধিকার প্রদানের বিষয়ে সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয় এবং ওর্য়াড সভায় প্রাপ্ত ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

02। হোল্ডেং টেক্স এস্যসমেন্ট কাযর্ক্রম র্ধাযকৃত কর অনুমোদন।

সভাপতির বক্তেব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনানন্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের এস্যসমেন্ট ও টেক্স্য দ্বারা আমাদের নিজস্ব ব্যয় নিবাহ করতে পারিনা এবং সদস্যদের সম্মনীভাতা প্রদান করতে পারিনা  তাই তালিকা হালনাগাদ করে নতুন ভাবে টেক্স নির্ধারন করার বিষয়ে প্রয়োজনী পদক্ষেপ জরুরী ভিত্তিতে নেওয়ার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানান। উক্ত আলোচনার পর সভাপতি মহোদয় সভার জানান একটি এনজিও সংস্থা আমাদের সাথে আলোচনা করেছে

 

৩।ওর্য়াড সভা তারিখ নিধারন ও সভা করন।

উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত  সদস্যগন এই মর্মে একমত হয় যে, আগামী ১৫ (পনের) দিনের মাঝে নিন্মোক্ত স্থানে ব্যপক প্রচারের মাধ্যমে ওর্য়াড ভিত্তিক  ওর্য়াড সভাকরে জনগুরুত্বপুন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কাযর্ক্রম ও অন্যান্য সকল কাযর্ক্রম গ্রহন পুর্বক বাছাই করিয়া ওর্য়াড সভার রেজুলেশন সহকারে ইউপি কাযালয়ে প্রেরন করা হবে। সেই অনুযায়ী ওয়ার্ড সভার স্থান ও তারিখ নিম্মে রুপে নিধারন করা হয়।

৪। বিবিধ

 বিবিধ আর কোন আলোচনা না থাকার সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মেধা ও দক্ষতার সহিত বিভিন্ন বিচারকায সম্মন্ন করা, বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সক্রিয় থাকার ও সকলকে সু-স্বাস্থ কামনা করে সভার কায সমাপ্ত ঘোষনা করেন।

ফেব্রুয়ারী/২০২০

১। ২০১৯-২০২০ অর্থ বছরের টি আর (২য় পর্যায়ের) প্রকল্প ও প্রকল্প বাস্তাবায়ন কমিটি নিধারন।

সভাপতির বক্তেব্যেরে ভিত্তিতে উন্মোক্ত আলোচনান্তে উপস্থিত  সদস্যগন এই মর্মে একমত হয় যে, সাধারন খাতের ২০১৯- ২০২০ অর্থ বছরের টি , আর ( ২য়  পযায়ের ) বরাদ্দ দ্বারা নন সোলার খাতে“ ব্রাহ্মন সাখুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট ইরি স্কিমের ড্রেন নির্মান ও মকিমপুর মিন্টু খান বাড়ির সামেন গভীর নলকুপ স্থাপন।” এবং সোলার খাতে “ক)ব্রাম্মন সাখুয়া দান বাক্স গাউছিয়া জামে মসাজদের সামনে স্ট্রিট সোলার ল্যাম্পপোষ্ট স্থাপন। খ) ০৩ নং ওর্য়াড ঘাসিপুর হামিদ বেপারী বাড়ীর জামে সমজিদের সামনে স্ট্রিট সোলার ল্যাম্পপোষ্ট স্থাপন। গ)চরমেয়াশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সোলার হোম সিষ্টেম স্থাপন”। প্রকল্প বাস্তবায়নের এবং প্রকল্প কমিটি নির্ধারিত ফরমেটে করার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধের ভিত্তিতে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

২। ২০১৯-২০২০ অর্থ বছরের কাবিখা (২য় পর্যায়ের) প্রকল্প ও প্রকল্প বাস্তাবায়ন কমিটি নিধারন।

সভাপতির বক্তেব্যের ভিত্তিতেউম্মোক্ত আলোচনান্তে উপস্থিতসদস্যগন এই মর্মে একমত হয় যে, সাধারন খাতের ২০১৯- ২০২০অর্থ বছরের কাবিখা (২য় পযায়ের )বরাদ্দ দ্বারা নন সোলার খাতে“ ০৭ নং ওয়ার্ড বাগাদী সড়ক ও জনপথের রাস্তা হইতে উত্তর ছোবানপুর পাটওয়ারী বাড়ী পযর্ন্ত রাস্তা সংস্কার।” এবং সোলার খাতে”“ক) বাগাদী মরহুম কাসেম মুন্সী বাড়ীর সামনে স্ট্রিট সোলার ল্যাম্পপোষ্ট স্থাপন। খ) চাঁদপুর মৌজার বাশতলী বাজার কাদিরপাটওয়ারী দোকানের পার্শে স্ট্রিস সোলার ল্যামপোষ্ট স্থাপন। গ) বাগাদী আলমগীর সেখ বাড়ীর রাস্তায় মাথার সড়ক ওজনপথেররাস্তার পার্শে স্ট্রিস সোলার ল্যামপোষ্ট স্থাপন। ঘ) চরেমেয়াশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সোলার হোম সিষ্টেম স্থাপন। প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্প কমিটি নিধারিত ফরমেট অনুযায়ী করার জন্য সভাপতি মহোদয়েকে অনুরোধের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

বিবিধ

 

র্মাচ/২০২০

১। বঙ্গবন্ধু জন্ম শত বাষিক উযাপন প্রস্তুতি গ্রহন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত বাষিক উযাপন করার জন্য ইউপি ভবন আলোক সজ্জা ব্যবস্থা করা হবে এবং ১৭ই মার্চের প্রথম  প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্লদান এবং বাগাদী চৌরাস্তা বাজারে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হবে। বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানে ঐদিন  নির্ধারিত কর্মসুচির সাথে সমন্বয় করে সংস্কৃতি অনুষ্ঠান মাধ্যমে দিনটি পালন করা হবে। সারা বছর দিনটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচী সহ দরিদ্র ব্যক্তিদের সহায়তার প্রদান করার বিষয়ে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

২। বঙ্গবন্ধু জন্ম শত বাষিক উযাপন এর ব্যয় নির্ধারন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, যেহেতু এটি জাতির অনুষ্ঠান তাই উক্ত কার্যক্রমে ব্যায়িত অর্থের জন্য অনুষ্ঠান ব্যহত করা যাবেনা তাই উপস্থিত সদস্যগন সভাপতি মহোদয়কে ওনার নিজস্ব তহবিল হইতে সকল কাজ বাস্তবায়ন করে পরবতীতে নিজস্ব রাজস্ব অথবা ১% ভুমি উন্নয়ন কর দিয়ে তা সমন্বয় করার সিদ্ধান্ত হয়।

 

৩। ওয়ার্ড সভার বিল প্রদান।

উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, ২০১৯-২০২০ অথ বছরের ১ম পযায়ে ওয়ার্ড সভার কার্যক্রম  নিধারীত তারিখে সম্মন্ন হইয়াছে উল্লেখ থাকে যে ওয়ার্ড ভিত্তিক প্রচার প্রচারনা, বেনার, ডেকোরেশন, ওআপ্যায়ন বাবদ অর্থ এবং সকল ভ্যাট করতন করে পরিশোধ করার সিদ্ধান হয়।

এপ্রিল/২০২০

১। করোনা ভাইরাস রোধে সচেতনতা।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, এই ভাইরাস অতি দ্রুত একজন থেকে অন্যজনের মাঝে ছড়ায় তাই এই ভাইরাস কি এবং কিভাবে ছড়ায় সে সম্পর্কে জনসাধারনেকে ওয়ার্ড ভিত্তিক সচেতন করতে হবে। সচেতনতা বৃদ্ধি জন্য লিপলেট বিতরন করা যেতে পারে। ভাইরাস মোকাবেলার জন্য সাবান পানিদিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে ওয়ার্ড ভিত্তিক স্থানীয় ইউপি সদস্যদের মাধমে প্রচার প্রচারনা ব্যবস্থা করতে হবে মর্মে সিদ্ধান্ত গ্রহিত হয়।

২। মহামারি করোনা মোকাবেলায় অন্য স্থান থেকে আগত ব্যক্তিদের তালিকা তৈরী করন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, বর্তমান এই মহামারি করোনা ভাইরাস যাতে বিস্তার লাভ করতে না পারে তার জন্য বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকা করে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্ট থাকতে হবে এবং স্বাস্থ্য বিধি মানতে হবে।এই ব্যাপারে সকলকে সচেতন থাকতে  হবে। মহামারি করোনা ভাইরাস কি এবং কি ভাবে ছড়ায় তা সবাইকে জানাতে হবে এই বিষয়ে কোন প্রকার আগত ব্যক্তিদের তথ্য পেলে তা ইউপি কে  দ্রুত সময়ের মধ্যে জানতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয় এবং উক্ত তথ্য সাথে সাথে উপজেলা প্রশাসনের কাছে প্রেরনের সিদ্ধান্ত গ্রহিত হয়।

৩। ১% ভুমি উন্নয়ন কর এর প্রকল্প নিধারন ও প্রেরন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, অত্র ইউনিয়নের অতি গুরুত্বের বিষয়ে বিবেচনা করে নিম্নোক্ত প্রকল্প সমুহ ১% ভুমি উন্নয়ন  কররের বরাদ্দ দ্বারা বাস্তবায়ন করা হইবে, প্রকল্প সমুহঃ

ক) নিজ গাছতলা হাবু গাজীর বাড়ীর রাস্তা ও নিজ গাছতলা মালের বাড়ীর রাস্তা পূনঃ নির্মান। খ) বাগাদী আনোয়ার হোসেন টেলুর দোকান হইতে ওয়াপদা রিং রোড় পযর্ন্ত মাটির রাস্তা সংস্কার ২,১০,০০০/- এবং ক) মুজিব বষ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ০৩ দিনের আলোকসজ্জা, এবং আপ্যায়ন । খ) বাগাদী  ইউনিয়ন পরিষদের প্রবেশর  রাস্তায় ধসে পরা কৃষি সি. ডি গোডাইনের পরিতক্ত মালামাল অপসারন = ১,৪০, ০০০/- উক্ত বিষয়ে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

বিবিধ

 

মে/২০২০

১। করোনা ভাইরাস রোধে সচেতনতা।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, বর্তমানে এই মহামারি করোনা ভাইরাস যাতে বিস্তার লাভ করতে না পারে তার জন্য বিদেশ ফেরৎ ব্যক্তিদের তালিকা করে তাদের ১৪ দিনে হোম কোয়ারেন্ট থাকতে হবে এবং স্বাস্থ্য বিধি মানতে হবে। এই ব্যপারে সকলকে সচেতন থাকতে  হবে। মহামারি করোনা ভাইরাস কি এবং কিভাবে ছড়ায় তা সাবাইকে জানাতে হবে এই বিষয়ে কোন প্রকার আগত ব্যক্তিদের তথ্যপেলে তা ইউপি কে দ্রুত সময়ের মধ্যে জানাতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয় এবং উক্ত সাথে সাথে উপজেলা প্রশাসনের কাছে প্রেরনের করার বিষয়টি অব্যহত রাখার বিষয়ে সর্বক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

২। ত্রান বিতর কাযক্রম।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, বর্তমান এই মহামারি করোনা ভাইরাসের কারনে অনেক মানুষ কর্ম বন্ধহয়ে যাওয়ার কারনে সরকার জনগনকে ত্রান সহায়তা সরবরাহ করবে এতে মানুষ খাদ্য পাবে, অভুক্ত থাকবে না উক্ত বিষয়ে ত্রান সহায়তার বরাদ্ধ আসার সাথে সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাহিত তালিকা সল্প সময়ের মধ্যে ইউপিতে প্রেরন করার  এবং একই  ব্যক্তির  নাম যাতে পুনরাবৃত্বি না হয় সেদিকে সচেতন থাকার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

৩। পানি উন্নয়ন র্বোড হইতে প্রাপ্ত কর ব্যয় নির্ধারন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, পানি উন্নয়ন র্বোডের কর বাবদ অর্থ পাওয়া গেলে তা দ্বারা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অনারিয়াম বাবদ ১, ৩৮, ৬০০/- ও নিজস্ব উন্নয়ন কায” দঃ বাগাদী দেলুর দোকান হইতে রশিদ শেখের কালর্ভাট পযর্ন্ত রাস্তার বিভিন্ন স্থানে বালুদ্বারা ভরাট ২০, ০০০/-পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

৪। বিবিধ।

 

জুন/ ২০২০

১। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতার বই বিতরন।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, যেহেতু এটি একটি সমাজিক কাজ তাই উক্ত ভাতার সম্পুন বই উপজেলা সমাজসেবা কমকর্তাদের সাথে আলোচনা করে সংগ্রহ করতে হবে যার জন্য ইউনিয়ন সমাজসেবা কাযক্রমের দ্বায়ীত্বে থাকা জনাব মোঃ তারেক হোসেনকে দ্বায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সম্মতির ভিত্তিতে আগামী ১২/০৭/২০২০ইং উক্ত ভাতার বই বিতরনের সিদ্ধান্ত হয়।

২। হতদদ্রি কর্মসূচীর শ্রমিকের ব্যাংক হিসাবে সঞ্চিত ১২.৫% টাকা উত্তোলনের অনুমোদন প্রেরন প্রসঙ্গে।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে, যেহেতু ২০১৯ -২০ অথ বছরের জন্য হতদরিদ্র কমসূচীর শ্রমিকের ব্যাংক হিসাবে ১২.৫% টাকা সঞ্চিত আছে যা নিয়ম অনুযায়ী ১লা জুলাই এর পর উত্তোলন করতেপারবে , তাই উক্ত সঞ্চিত টাকা শ্রমিকের নামীয় হিসাব হইতে স্ব-শরীরে উপস্থিত নিশ্চিত করিয়া পরবর্তী পদক্ষেপ গ্রহন পুর্বক সঞ্চিত অথ প্রদান করার জন্য ব্যাংক ম্যানাজের বরাবরে প্রতিবেদন প্রেরনের সিদ্ধিন্ত হয়।

৩। বাৎসরিক হিসাব বিবরনী ও স্বম্মাসিক হিসাব বিবরনী প্রস্তুত পর্বক প্রেরন প্রসঙ্গে।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন  ইউপি সচিব, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপাটার এই মর্মে একমত হয় যে, যেহেতু ইউনিয়ন পরিষদ আইন অনুয়ায়ী প্রতি বছর ৩০শে জুনের পর ইউনিয়ন পরিষদের বাৎসরিক হিসাব বিবরনী ও সাম্মসিক হিসাব  বিবরনী প্রস্তুত করে উপ- পরিচালক স্থানীয় সরকার ও উপজেলা নির্বাহি  অফিসার বরাবরে প্রেরন করার সিদ্ধান্ত হয়।  

৪। ঈদ- উল আযহা/ ২০২০ ইং উপলক্ষে বাগাদী চৌরাস্তা অস্থায়ী গরুর বাজারের ইজার বন্ধ করন প্রসঙ্গে।

সভাপতির বক্তব্যের ভিত্তিতে উম্মোক্ত আলোচনান্তে উপস্থিত সদস্যগন এই মর্মে একমত হয় যে,  যেহেতু  অত্র ০৮ নং বাগাদী ইউনিয়ন ও করোনা ভাইরাস ( কাভিড-১৯) এর সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ঈদ- উল আযহা /২০২০ ইং উপলক্ষে বাগাদী চৌরাস্ত অস্থায়ী গরুর বাজারের ইজার ব্যবস্থা খুবই ঝুকি পূর্ন কারন উক্ত বাজারের  নিধারিত মাঠ বা স্থান নেই। সড়ক ও জনপথের রাস্তার পার্শে ব্যতিত অস্থায়ী গরুর  বাজার বসানো সম্ভব নয়। বর্তমানে প্রেক্ষাপটে বাগাদী চৌরাস্তা গরুর বাজারটি (সিএনবি) সড়ক ও জনপথের রাস্তায় উপর স্থাপন করলে ব্যপক মানুষের সমাগমের কারনে  মানুষের মাঝে করোনা ভাইরাস ( কোভিড-১৯) এর সংক্রমন বৃদ্ধির আশংকা রহিয়াছে। তারই ধারবাহিকতায় বাগাদী চৌরাস্তা অস্থায়ী গরুর বাজারের ইজারা বন্ধের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানানো হয়।

বিবিধ

বিবিধ আর কোন আলোচনা না থাকার উপরোক্ত আলোচনায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মেধা ও দক্ষতার সহিত বিভিন্ন বিচারবায সম্পন্ন করা বাল্য বিবাহ ও যৌতুক বিরুদ্ধে সক্রিয় থাকার এবং সকলের সু- স্বাস্থ্য কামনা করে সভার কা সমাপ্ত ঘোষনা করেণ।